ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২০ কি.মি যানজট

কোরবানি ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত যানবাহনের চাপ ও ফিটনেস বিহীন গাড়ির কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কে ২০ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার রাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে রসুলপুর পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়।

যানজটের কারণে ঘরমুখো মানুষ বিশেষ করে নারী ও শিশুরা বিপাকে রয়েছেন। অন্যদিকে ঢাকাগামী গরুবোঝাই ট্রাকগুলো দীর্ঘসময় যানযটে আটকে থাকে। 

বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম জানান, ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষ ও ফিটনেস বিহীন গাড়ি বিকল হওয়ায় রেকার দিয়ে সরাতে সময় লেগেছে। তাছাড়া ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী গাড়িগুলো মহাসড়ক ব্যবহার করছে।

অন্যদিকে, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী শুধু গরু ভর্তি গাড়িগুলো মহাসড়ক ব্যবহার করছে। 

Share this news on:

সর্বশেষ