টাঙ্গাই‌লে মহাসড়ক এখন ফাঁকা

টাঙ্গাই‌লে মহাসড়‌কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। পরিবহনের চাপ না থাকায় বৃহস্প‌তিবার (০৭ জুলাই) দুপুর ১টার পর মহাসড়ক অনেকটা ফাঁকা হয়ে যায়।

এর আ‌গে বুধবার রাত থে‌কে মহাসড়‌কের বিভিন্ন জায়গায় প‌রিবহন বিকল হওয়ায় মহাসড়‌কে প‌রিবহ‌নের চাপ বে‌ড়ে গেলে যানজ‌টের সৃ‌ষ্টি হয়। ফ‌লে দুপুর সা‌ড়ে ১২টা পর্যন্ত টাঙ্গাইলের রাবনা বাইপাস হ‌তে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত ২৫ কি‌লো‌মিটার সড়‌কের বি‌ভিন্ন স্থা‌নে যানজট দেখা দেয়। প‌রে দুপুরের পর তা স্বাভাবিক হ‌তে শুরু ক‌রে।

অন্যদি‌কে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী প‌রিবহনগু‌লো‌কে বঙ্গবন্ধু সেতু পূর্ব গোলচত্বর থে‌কে ঘু‌রি‌য়ে ভুঞাপুর-এ‌লেঙ্গা সড়‌কে প্রবেশ করানো হচ্ছে। এ‌তে ১৩ কি‌লো‌মিটার মহাসড়‌কের প‌রিবর্তে প্রায় ১৫ কি‌লো‌মিটার ঘু‌রে প‌রিবহনগু‌লো‌কে আবার মহাসড়‌কে উঠ‌তে হ‌চ্ছে। এ‌তে মহাসড়‌কে যানজট বা ভোগা‌ন্তি কম হ‌চ্ছে।

Share this news on: