ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হচ্ছেন প্রণয় ভার্মা!

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে আসছেন প্রণয় কুমার ভার্মা। তিনি ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হবেন। অন্যদিকে বিক্রম দোরাইস্বামী যুক্তরাজ্যে নিজ দেশের মিশনের দায়িত্ব নিতে যাচ্ছেন বলে জানা গেছে।

বর্তমানে ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন প্রণয় কুমার ভার্মা।

মঙ্গলবার (১২ জুলাই) ভারতের গণমাধ্যম ডাব্লিউআইওএনের এক প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে।

এর আগে ভারতের গণমাধ্যম জানিয়েছিল, যুক্তরাষ্ট্রে ভারতীয় মিশনের ডেপুটি হিসেবে দায়িত্ব পালনকারী সুধাকর দালেলা বাংলাদেশে হাইকমিশনার হিসেবে নিয়োগ পাবেন। এখন জানা যাচ্ছে সুধাকর দালেলাকে ভুটানে ভারতের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে।

বাংলাদেশে দায়িত্ব পেতে যাওয়া প্রণয় ভার্মা ২০১৯ সালের ২৫ জুলাই ভিয়েতনামে রাষ্ট্রদূত নিযুক্ত হন। ১৯৯৪ সালে ফরেন সার্ভিসে যোগ দেন প্রণয় ভার্মা। ভারতীয় কূটনীতিক হিসেবে কাজ করেছেন হংকং, সানফ্রানসিস্কো, ওয়াশিংটন ডিসি ও কাঠমান্ডুতে।

ভিয়েতনামে রাষ্ট্রদূত হওয়ার আগে প্রণয় ভার্মা ২০১৭ থেকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে পূর্ব এশিয়া বিভাগে নিয়োজিত ছিলেন। তার আগে ভারতের পরমাণু কূটনীতিক হিসেবে অ্যাটমিক এনার্জিতে কাজ করেন।

ঢাকায় বর্তমান হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী ২০২০ সালের ৫ অক্টোবর ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে যোগ দেন।

Share this news on: