সুদানে দুই উপজাতির সংঘর্ষে নিহত ৩৩

উত্তর আফ্রিকার দেশ সুদানে দুই উপজাতির মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহতের সংখ্যা শতাধিক। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বার্টি ও হাওসা উপজাতির মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, রাজ্যের নিরাপত্তা কমিটি ও অন্যান্য কর্মকর্তাদের মতে, সুদানের ব্লু নেইল রাজ্যে এ সহিংসতার ঘটনার পর কয়েক ডজন পরিবার পালিয়ে গেছে।

গত সোমবার (১২ জুলাই) থেকে শুরু হওয়া এ সহিংসতায় এখন পর্যন্ত ১০৮ জন আহত হয়েছেন। এ সময় ৩৩ জন নিহত হয়েছেন বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে বার্তা সংস্থা এএফপি।

সুদানের চিকিৎসক কমিটি জানিয়েছে, অঞ্চলটিতে জরুরি সেবা ও জীবন রক্ষাকারী ওষুধের ঘাটতি রয়েছে। এর মধ্যে সহিংসতাপূর্ণ এলাকা থেকে আরও আহত নিয়ে আসা হচ্ছে হাসপাতালে। উন্নত চিকিৎসা দিতে আহত ব্যক্তিদের রাজধানী খারতুমে নেওয়ার আহ্বান করা হচ্ছে সেখানকার কর্তৃপক্ষকে।

ব্লু নেইলের গভর্নর আহমেদ আল-ওমদা তার অঞ্চলে আগামী এক মাসের জন্য যেকোনো জমায়েত, মিছিল নিষিদ্ধ করেছেন। শনিবারে রাতে কারফিউ জারি করা হয়েছে।

স্থানীয় সরকার অঞ্চলটিতে স্থিতিশীলতা ফেরাতে সামরিক ও আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) মোতায়েন করেছে।

সূত্র : আল জাজিরা

Share this news on: