ফেসবুকে কটূক্তি, ৫ যুবক কারাগারে

ফেসবুকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের বিরুদ্ধে কটূক্তি ও উস্কানিমূলক স্ট্যাটাস দেয়ার জেরে ৫ হিন্দু যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত। 
আজ রোববার (১৭ জুলাই) সকালে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জহিরুল কবির এ আদেশ দেন। 
অ্যাডভোকেট শুভাশীষ শর্মা, বাদীপক্ষের আইনজীবী বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন, সঞ্জয় চৌধুরী (৪০), সুভাষ মুহুরী (৩৪), সুজন বিশ্বাস (৪০), সদীপ দে (৪০) ও সুশীল দে টুটুল (৫০)। তারা সকলেই প্রবর্তক সংঘের অনুসারী। 

নন্দনকাননের রাধামাধব ও গৌর নিতাই মন্দিরের সাধারণ সম্পাদক তাপস আর্চায্য বাদী হয়ে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন গত বছরের ২৩ আগস্ট।

চলতি বছরের ২৫ এপ্রিল এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেন কাউন্টার টেরোরিজমের উপ পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান মামুন। 
তারপর ওই ৫ আসামির বিরুদ্ধে সমন জারি করে আদালত। 
আজ ৫ আসামি আদালতে জামিনের আবেদন করলে, তা নাকচ করে শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

Share this news on: