বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারে ব্যয় হবে ২ হাজার কোটি টাকারও বেশি

ইতিহাসের ভয়াবহ বন্যায় সিলেটের সড়ক যোগাযোগব্যবস্থা তছনছ হয়ে গেছে। সড়ক ও জনপথ, এলজিইডি এবং সিটি করপোরেশনের ভেঙে যাওয়া সড়ক সংস্কারে ব্যয় হবে দুই হাজার কোটি টাকারও বেশি।

স্মরণকালের দুই দফার ভয়াবহ বন্যায় বড় ধরনের ক্ষতির মধ্যে পড়েছে সড়ক অবকাঠামো। সিলেট সড়ক ও জনপথ অধিদফতরের সাড়ে ৫০০ কিলোমিটারের মধ্যে ১৬৬ কিলোমিটার সড়ক কমবেশি ক্ষতির মধ্যে পড়েছে, যা সংস্কারে সাড়ে ৫০০ কোটি টাকার মতো লাগবে।

এদিকে আন্তঃউপজেলা সড়কসহ গ্রামীণ সড়ক অবকাঠামোর অবর্ণনীয় ক্ষতি হয়েছে। সিলেট এলজিইডি নির্বাহী প্রকৌশলী ইনামুল কবীর জানান, এই সড়ক সংস্কারে লাগবে ১ হাজার ২০০ কোটি টাকার মতো।
 
অন্যদিকে সিলেট নগরীর ৬৫ কিলোমিটার ভেঙে যাওয়া সড়ক সংস্কারে ব্যয় হবে ৩০০ কোটি টাকার বেশি।
 
সিলেট সিটি করপোরেশন প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের যে পরিমাণ ক্ষতি হয়েছে সেটা তালিকা করে আমরা এখন একটা প্রাক্কলন তৈরি করছি। এতে আমাদের প্রাক্কলিত পরিমাণ ৩২৮ কোটি দাঁড়িয়েছে।
 
দীর্ঘস্থায়ী এ বন্যায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সিলেটের ৩০ লাখ মানুষ ক্ষতির মুখে পড়েছেন।

Share this news on:

সর্বশেষ