মুজিববর্ষে ঘর পাচ্ছে আরো ২৬ হাজারের বেশি পরিবার

মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন আরও ২৬ হাজার ২২৯ পরিবারের মাঝে ঘর উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল ২১ জুলাই বৃহস্পতিবার ঘরগুলো হস্তান্তর করবেন তিনি।

একইসাথে পঞ্চগড় ও মাগুরার সব উপজেলাসহ ৫২টি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত হিসেবে ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী।

ভূমিহীন ও গৃহহীনদের বাসস্থান নিশ্চিতে সরকারের উদ্যোগের অংশ হিসেবে বিনামূল্যে জমি ও ঘর পাচ্ছেন আরো ২৬ হাজারের বেশি মানুষ।

ফরিদপুরের ৯টি উপজেলায় গৃহহীনের সংখ্যা ৪৫৩ জন। অনানুষ্ঠানিকভাবে পাওয়া জমিতে এরই মধ্যে তারা লাগিয়েছেন গাছ-পালা। কেউ বা লালন পালন করছেন হাঁস-মুরগি। এবার আনুষ্ঠানিকভাবে জমি বুঝে নেয়ার পালা।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশালের ৩ হাজার ৫৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর করা হবে। আগের চেয়ে বরাদ্দ বেশি থাকায় এবারের ঘরগুলো টেকসই হবে বলে দাবি প্রশাসনের।

Share this news on: