বিমানের ছাদে তো যাত্রী ওঠে না, রেলের ছাদে যাত্রী কেন: হাইকোর্ট

রেলের কালোবাজারি আজ থেকে বন্ধ, সেই সঙ্গে যাত্রী নেওয়াও বন্ধ ঘোষণা করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২১ জুলাই) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ এ মন্তব্য করেন।

হাইকোর্ট বলেন, 'বিমানের ছাদে তো যাত্রী ওঠেনা তাহলে রেলের ছাদে যাত্রী কেন? এরপর থেকে ট্রেনের ছাদে কোনো যাত্রী পরিবহন করলে দায়িত্বরত কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হবে'।

হাইকোর্ট আরও বলেন, 'প্রধানমন্ত্রী, রেলমন্ত্রী তো স্টেশনে এসে যাত্রী উঠতে না করবেন না, রেলের কর্তারা কি করে? জাতীয় সম্পদ নষ্ট হচ্ছে আপনাদের ব্যর্থতায়'।

আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ট্রেনের ছাদে যাত্রী নেওয়া বন্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে ও টিকিটের কালোবাজারি বন্ধে নেওয়া পদক্ষেপ জানাতে বলা হয়েছে হাইকোর্টকে। ওইদিন পরবর্তী আদেশ দেবেন হাইকোর্ট।

Share this news on:

সর্বশেষ