আবারও কমলাপুরে ঢুকতে দেওয়া হলো না রনিকে, সরাসরি

বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনা পরিবর্তনে ৬ দফা দাবি পূরণে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েও (আলটিমেটাম) কর্তৃপক্ষের কাছ থেকে কোনো আশ্বাস পাননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থী মহিউদ্দিন রনি। তাই আলটিমেটামের সময়সীমা শেষ হওয়ার পর শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি। ওই ঘোষণার পর আজ শনিবার কমলাপুর রেলস্টেশনে ঢুকতে গেলে প্রধান ফটকেই তাকে আটকে দেওয়া হয়। তিনি এখন প্রধান ফটকের সামনে অবস্থান করছেন এবং গানে গানে প্রতিবাদ প্রকাশ করছেন। এ সময় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সকল গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।

ছয় দফা দাবিতে ৭ জুলাই থেকে কমলাপুর স্টেশনে টানা অবস্থান নিয়ে থাকা মহিউদ্দিন দুই দিন আগে রেল কর্তৃপক্ষকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন। এ সময়েও কোনো আশ্বাস না পেয়ে বৃহস্পতিবার (২১ জুলাই) থেকে আবারও কমলাপুর রেলস্টেশনে অবস্থান নেন তিনি।

Share this news on: