চলমান সংকট মোকাবিলায় আপাতত বন্ধ থাকবে ‘সি’ ক্যাটাগরির প্রকল্প

চলমান সংকট মোকাবিলার জন্য আপাতত ‘সি’ ক্যাটাগরির প্রকল্প বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। তবে ‘বি’ ক্যাটাগরির প্রকল্পে ৭৫ শতাংশ পর্যন্ত খরচ করা যাবে। আর পুরো টাকা খরচ করা যাবে ‘এ’ ক্যাটাগরির প্রকল্পে।

সোমবার (২৫ জুলাই) দুপুরে মন্ত্রিপরিষদ সভায় গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক সূত্রে জানা যায়,' চলমান প্রকল্প গুলোকে ৩টি ভাগে ভাগ করা হবে। ‘এ’ ক্যাটাগরির প্রকল্পে পুরো টাকা খরচ করা হবে। ‘বি’ক্যাটাগরিতে ৭৫ শতাংশ খরচ করতে হবে। আর ‘সি’ ক্যাটাগরির প্রকল্প আপাতত বন্ধ থাকবে'।

এছাড়া বলা হয়,'কেনাকাটাতে যা আপাতত প্রয়োজন নেই তা বন্ধ রাখতে হবে। বিদেশে প্রশিক্ষণও আপাতত স্থগিত। এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব ও কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ সম্পর্কে মন্ত্রীসভাকে বিদেশ সফরের যথাযথ কারণ সম্পর্কে অবহিত করতে বলা হয়েছে'।


Share this news on: