করোনা প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা শেষ নভেম্বরে

চলতি বছরের নভেম্বরের শেষে কেউ চাইলেও করোনা ভাইরাসের প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা নিতে পারবেন না। ওই দুই ডোজের মেয়াদ শেষ হওয়ায় এবং নতুন করে টিকা কেনার সম্ভাবনা কম হওয়ায় এমন ঘোষণা এলো স্বাস্থ্য অধিদপ্তর থেকে।

মঙ্গলবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব শামসুল হক সাংবাদিকদের এ তথ্য জানান।

শামসুল হক জানান, আগস্ট থেকে শুরু হবে পাঁচ থেকে ১১ বছর বসয়সীদের টিকা কার্যক্রম। এজন্য নিবন্ধন শুরু হয়েছে। সবমিলিয়ে টিকা পাবে চার কোটি ২০ লাখ শিশু।

প্রথম ও দ্বিতীয় ডোজের দেড় কোটি টিকা মজুত আছে জানিয়ে তিনি বলেন, যারা এখনও এই দুই ডোজ গ্রহণ করেননি, দ্রুত তাদের নিয়ে নেওয়া উচিত। বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা টিকার মেয়াদ নভেম্বরে শেষ হবে। 

তিনি জানান, কোনো টিকা ২১, কোনো টিকা ২৩, কোনো টিকা ৩০ নভেম্বরের পর আর ব্যবহার করা যাবে না।

Share this news on: