চার্জার ফ্যান-লাইটের বাজারে আগুন, লাগাম টানতে দাম নির্ধারণের উদ্যোগ

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের শিডিউল লোডশেডিং শুরুর পর থেকেই চার্জার লাইট ও ফ্যানের বেচাকেনা বেড়েছে। এ সুযোগে কিছু ব্যবসায়ী অতি মুনাফার লোভে অস্বাভাবিক দাম বাড়িয়েছেন। খুচরা ব্যবসায়ীরা বলছেন, পাইকারি ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দিয়েছেন। এই সুযোগে করোনার ক্ষতি পুষিয়ে নেওয়ার কথাও বলছেন অনেক ব্যবসায়ী। 

সাধারণ মানুষের সংকটের সুযোগে এমন লাগামহীন বাজার নিয়ন্ত্রণ করতে আগামীকাল রোববার থেকে খুচরা পর্যায়ে দাম নির্ধারণ করে দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশন (বিইএ)। 

রাজধানীর নিউমার্কেট এলাকায় চার্জার ইলেকট্রনিক পণ্যের দোকানগুলো ঘুরে দেখা গেছে, প্রতিটি চার্জার লাইটে একশ থেকে দু শ টাকা, চার্জার ফ্যানে কোম্পানি ভেদে বারো শ থেকে দুই হাজার টাকা, কুলার ফ্যানে দুই থেকে তিন হাজার টাকা, ফ্যানের ব্যাটারিতে চার শ টাকা, আইপিএসে আটশ থেকে ১০ হাজার টাকা বেড়েছে। এ ছাড়া বেড়েছে বিভিন্ন প্রকারের ব্যাটারিতে ব্যবহার করা ডিস্টিল্ড ওয়াটারের দামও। 

Share this news on: