তেলের দামের প্রতিবাদে শাহাবাগে শিক্ষার্থীদের সমাবেশ, সরাসরি

হঠাৎ জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীদের একটি দল। নিরাপদ সড়কের দাবিতে বেশ কিছুদিন ধরেই রাজপথে দোলন করে যাচ্ছিল এসব শিক্ষার্থীরা। ২০১৮ সালের নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে তারা আন্দোলন করছিলেন। হঠাৎ করেই জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে শিক্ষার্থীদের আন্দোলনেরসাথে যোগ হয় এই তেলের দাম বৃদ্ধি। 

এ সময় শিক্ষার্থীদের সাথে সাধারণ পথচারীরা অংশগ্রহণ করে। গার্মেন্টস থেকে ফেরত যাওয়ার পথে এক পথচারী, বিক্ষুব্ধ হয়ে সে আন্দোলনের মাঝেই নিজের ভাব প্রকাশ করেন। তিনি জানান, প্রতিনিয়ততু প্রয়োজনীয় পণ্যের দামের বৃদ্ধির ফলে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন, তার সাথে যোগ হলো অতিরিক্ত বাস ভাড়া।

Share this news on: