তারেকের ভিডিও কনফারেন্সে সাক্ষাৎকার বিষয়ে কিছু করার নেই: ইসি সচিব

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীদন আহমেদ বলেছেন, ভিডিও কনফারেন্সের মাধ্যমে তারেক রহমানের বিএনপি’র মনোয়নয়প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কোনও করণীয় নেই।

সোমবার নির্বাচন কমিশনের জরুরি বৈঠক শেষে হেলালুদ্দীদন আহমেদ সাংবাদিকদের এ কথা বলেন।

কমিশন সচিব বলেন, তারেক রহমান বিদেশে থাকায় তার ক্ষেত্রে আচরণবিধি পালন বা লঙ্ঘন প্রযোজ্য নয়।

হেলালুদ্দীন আহমেদ বলেন, এ বিষয়ে আওয়ামী লীগের অভিযোগ নিয়ে কমিশনে আলোচনা হয়েছে। কমিশন বলেছে, উনি বিদেশ থেকে অনলাইনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়ায় তার ক্ষেত্রে আচরণবিধি প্রযোজ্য হবে না।

তিনি বলেন, তারেক রহমানের বিষয়ে মহামান্য হাইকোর্টে একটি নির্দেশনা আছে। সেটি প্রতিপালন করা সকলের জন্য বাধ্যতামূলক।

Share this news on:

সর্বশেষ