সরকার টিকিয়ে রাখা নিয়ে ভারতে গিয়ে কোনো কথা বলিনি

বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের সঙ্গে কোনো কথা বলেননি বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

সচিবালয়ে সোমবার সাংবাদিকদের কাছে এমন দাবি করেন তিনি।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারকে টিকিয়ে রাখতে ভারত সরকারকে অনুরোধ নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে খোদ আওয়ামী লীগ ও বিরোধীদের মধ্যে। এর রেশ না কাটতেই ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগের আইনি নোটিশ পান মন্ত্রী।

সে নোটিশের পরের দিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেশের শীর্ষ কূটনীতিক বলেন, ‘বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের সঙ্গে কোনো কথা বলি নাই।

তিনি বলেন, ‘আমাকে যে অভিযোগে অভিযুক্ত করা হয়েছে, আমি তার ধারেকাছেও নেই। এটা ডাহা মিথ্যা।’

Share this news on: