মোট ঋণের ৫ পার্সেন্ট জমা দেওয়ার শর্তে দুই বোনের জামিন

পরিবারের ১১ সদস্যকে মোট ঋণের ৫ পার্সেন্ট জমা দেওয়ার শর্তে অর্থ আত্মসাতের ঘটনায় গ্রেফতার পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানির পরিচালক খবির উদ্দিনের দুই মেয়ে শারমিন আহমেদ ও তানিয়া আহমেদকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন হাইকোর্ট। দুই বোনসহ এই পরিবারের মোট ১১ সদস্য ঋণ নিয়েছেন।

বুধবার (২৪ আগস্ট) দুপুরে বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্টে বেঞ্চ এ আদেশ দেন। আদেশের বিষয়টি ঢাকা মেইলকে জানান পিপলস লিজিং এর আইনজীবী মেসবাহ উর রহমান।

আগামী ৩০ দিনের মধ্যে পিপলস লিজিংয়ের পরিচালনা বোর্ডের কাছে ১০ কোটি টাকা জমা দিতে হবে। এছাড়া দুই বোনসহ তাদের পরিবারের মোট ১১ জনের পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র জমা দিলে তারা র‌্যাবের হেফাজত থেকে মুক্তি পাবেন।

বুধবার দুপুরে শারমিন আহমেদ ও তানিয়া আহমেদকে হাইকোর্টে উপস্থাপন করা হয়।

বুধবার (২৪ আগস্ট) দুপুরে বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চে র‌্যাব তাদেরকে হাজির করে।

Share this news on: