রাশিয়ার রকেট হামলায় ইউক্রেনের রেল স্টেশনে নিহত ২২

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ছয় মাস পূর্তির দিনে ইউক্রেনের একটি রেল স্টেশনে রকেট হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় বুধবারের এ হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলীয় শহর চ্যাপলিনে একটি গাড়ি পুড়ে পাঁচজন মারা গেছেন। মৃতদের মধ্যে ১১ বছর বয়সী একজন কিশোরও রয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে এসব জানানো হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক চলার সময় রাশিয়া এ হামলা চালিয়েছে। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন।

তবে রাশিয়া এ হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। এর আগে মস্কো প্রতিবারই বলেছে, কোনো বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে রাশিয়া হামলা চালায় না।

Share this news on: