ইভিএম না চাইলে ইসির সংলাপে কেন গেল না বিএনপি, প্রশ্ন কাদেরের

ইলেকট্রনিক ভোটিং মেশিন ইস্যুতে সরগরম জাতীয় রাজনীতি। আওয়ামী লীগের চাওয়া ছিলো দ্বাদশ জাতীয় নির্বাচনে ৩০০ আসনেই ইভিএম। তবে ইসির সিদ্ধান্ত ইভিএমে ভোট হবে সর্বোচ্চ দেড়শো আসনে। তা মেনে নিয়ে সাধুবাদ জানিয়েছে আওয়ামী লীগ। তবে এর বিরোধিতায় বিএনপি।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করে বলেন, নানা কথা বলে আধুনিক প্রযুক্তিকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে বিএনপি। আর সুষ্ঠু নির্বাচন চায় বলেই ইভিএমের পক্ষে আওয়ামী লীগ। 


কাদের বলেন, আপনরা যদি ইভিএম না চান তহলে নির্বাচন কমিশনের সংলাপে কেন গেলেন না। সেখানে গিয়ে বলতেন, বিএনপি ইভিএম এ নির্বাচন চায় না। তাহলে আপনাদের মনে কি? কি চান আপনারা? কোন চক্রান্তের খেলা আপনাদের মনে?

Share this news on: