রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় সরকারের প্রশংসায় বিভিন্ন দূতাবাস

বাংলাদেশে রোহিঙ্গা ঢলের ৫ বছর উপলক্ষ্যে যৌথ বিবৃতি দিয়েছে বিভিন্ন দূতাবাস ও হাইকমিশন। 

বৃহস্পতিবার (২৫ আগস্ট) বাংলাদেশে রোহিঙ্গা ঢলের ৫ বছর উপলক্ষ্যে দেয়া যৌথ বিবৃতিতে রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশ সরকার এবং জনগনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।

বিবৃতিতে বলা হয়, তারা এই সমস্যার সমাধান চায়, যাতে রোহিঙ্গারা নিরাপদে মর্যাদা নিয়ে নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে পারে। মিয়ানমার সেনাবাহিনী দেশটিতে যে মানবাধিকার লঙ্ঘন করছে সে বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, রোহিঙ্গা নির্যাতনকারীদের আন্তর্জাতিকভাবে জবাবদিহি করতে হবে। এছাড়া রোহিঙ্গা ইস্যুতে দেশগুলো বাংলাদেশের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দেয়।

Share this news on: