বাংলাদেশের মানবাধিকার নিয়ে জাতিসংঘের উদ্বেগ নেই

বাংলাদেশ সফরকারী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেটের সর্বশেষ রিপোর্ট থেকে জানা গিয়েছে মানবাধিকার বা অন্যান্য বিষয়ে বাংলাদেশ সম্পর্কে জাতিসংঘ কোনো উদ্বেগ প্রকাশ করেনি।

গত ২৫ আগস্ট জেনেভায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের দৃষ্টিতে বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতির কথা তুলে ধরেন মিশেল ব্যাচেলেট।

মিশেল বলেন, 'তার এই মেয়াদকালে পৃথিবীর মৌলিক পরিবর্তন ঘটেছে। বৈশ্বিক কোভিড মহামারির অপরিসীম নেতিবাচক প্রভাব, জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব এবং ইউক্রনে যুদ্ধের কারণে পৃথিবীর দেশে দেশে তীব্র খাদ্য, জ্বালানি ও আর্থিক সংকট- এই তিনটি বিষয়ই হচ্ছে বর্তমান বিশ্বের প্রধান ইস্যু।'

সব শেষে তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, 'যারা জেনেভা এবং সারা বিশ্বে তাদের অপরিহার্য কাজ করে যাচ্ছেন। কারণ জাতিসংঘ যখন কোনো বিষয়ে আওয়াজ তুলে তা সাংবাদিকরা বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব দিয়ে প্রচার করছেন।'

Share this news on:

সর্বশেষ