পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দি‌তে নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘের সদর দফতরে পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দি‌তে নিউইয়র্কে পৌঁছে‌ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

নিউইয়র্ক স্থানীয় সময় সোমবার (২৯ আগস্ট) বিকেল ৫টার দি‌কে এক টুইট বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রীর পৌঁছা‌নোর খবর নিশ্চিত করেছেন জা‌তিসং‌ঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মু‌হিত।


বিমানবন্দরে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানা‌নোর এক‌টি ছ‌বি পোস্ট ক‌রে টুইটে রাষ্ট্রদূত লিখেছেন, আগামী ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর অনুষ্ঠেয় জাতিসংঘের পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দিতে আসা বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান‌কে স্বাগত জানা‌তে পে‌রে আনন্দিত। শীর্ষ সৈন্য ও পুলিশ যোগানদাতা দেশ হি‌সে‌বে বাংলাদেশ আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন স্থাপত্যকে শক্তিশালী করার বিষ‌য়ে অবদান রাখতে আগ্রহী।

নিউইয়র্কে পুলিশ প্রধানদের সম্মেলনে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদেরও যোগ দেওয়ার কথা রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আইজিপি বেনজীর আহমেদ ছাড়াও আছেন সম্মেলনে যোগ দিবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামান, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মু. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ উপমহাপরিদর্শক নাসিয়ান ওয়াজেদ ও সহকারী পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মাসুদ আলম।

Share this news on: