নিরাপত্তাবাহিনীর গুলিতে ইরাকে নিহত ১৫

ইরাকের রাজধানী বাগদাদে প্রখ্যাত শিয়া নেতা মুক্তাদা আল–সদরের সমর্থকদের বিক্ষোভ মিছিলে নিরাপত্তা বাহিনী গুলি চালালে এতে ১৫ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহতে হয়েছে অনেক সমর্থঁক। স্থানীয় সময় সোমবার রাতে এ ঘটনা ঘটে। খবর বিবিসি’র

শিয়া নেতা ও রাজনীতিবিদ মুক্তাদা আল–সদর রাজনীতি ছাড়ার ঘোষণা দেন গতকাল সোমবার। এর পরই বিক্ষোভে ফেটে পড়ে তার সমর্থকেরা। ভাঙচুর চালায় দেশটির বিখ্যাত রিপাবলিকান প্রাসাদে। পরিস্থিতি সামাল দিতে এবং সহিংসতা এড়াতে সশস্ত্র বাহিনী দেশজুড়ে কারফিউ ঘোষণা করে। 

এদিকে, মুক্তাদা আল–সদরের রাজনীতি থেকে অবসর ঘোষণার পরপরই হতাশায় নিমজ্জিত হয়ে পড়েন তার সমর্থকেরা। ক্ষোভের বশবর্তী হয়ে তারা বাগদাদের বিখ্যাত স্থাপনা রিপাবলিকান প্যালেসে ভাঙচুর চালায়। এই রিপাবলিকান প্যালেসটি বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনের সরকারি ভবন এলাকার মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে অবস্থিত।

Share this news on: