শ্রীলংকার কাছে হেরে এশিয়া কাপ থেকে বাংলাদেশের বিদায়

বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে সূচনাটা শুভ করে পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। উদ্বোধনী জুটিতে ৪৫ রান তুলে ফেলেন তারা। এসময় নিশাঙ্কাকে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন এবাদত হোসেন। সেই রেশ না কাটতেই চরিথ আসালাঙ্কাকে ফিরিয়ে দেন তিনি। কিছুক্ষণ পরই দানুস্কা গুনাথিলাকাকে ফিরিয়ে লঙ্কানদের বিপদে ফেলেন এবাদত।

এর মধ্যে ভানুকা রাজাপক্ষেকে তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় টাইগাররা। তবে একপ্রান্ত আগলে থেকে যান মেন্ডিন। একের পর এক দুর্দান্ত শটে লাল-সবুজ জার্সিধারীদের বুকে কাঁপন ধরান তিনি। দলীয় ১৩১ রানে মোস্তাফিজুর রহমানের শিকার হন তিনি। ইতোমধ্যে ৩৭ বলে ৬০ রানের নান্দনিক ইনিংস খেলেন উইকেটকিপার ব্যাটার।


এর জেরের মধ্যেই ওয়ানিন্দু হাসারাঙ্গাকে শিকার বানান তাসকিন আহমেদ। এতে খেলা জমে ওঠে। তবে রানের ফোয়ারা ছোটাতে থাকেন দাসুন শানাকা। এতে জয়ের স্বপ্ন দেখতে থাকে শ্রীলঙ্কা। ৩৩ বলে ৪৫ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলে ফেরেন তিনি।      

বৃহস্পতিবার (১ আগস্ট) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ।

Share this news on: