ব্রিটিশ সিংহাসনে রাজা চার্লস, আনুষ্ঠানিক ঘোষণা আজ শনিবার

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটেনসহ আরও ১৪টি কমনওয়েলথ দেশের রাজা হচ্ছেন ৭৩ বছর বয়সী চার্লস। তিনি হচ্ছেন রানি এলিজাবেথ ও প্রিন্স ফিলিপের বড় সন্তান। 

১০ সেপ্টেম্বর তাঁকে আনুষ্ঠানিক ভাবে রাজা হিসাবে ঘোষণা করা হবে লন্ডনের সেন্ট জেমস প্রাসাদে। তবে এদিনই তাঁর অভিষেক অনুষ্ঠান হচ্ছে, প্রথা অনুযায়ী এটি কিছুদিন পরে হয়।

এর আগে ৭০ বছর রাজত্ব করার পর রানি দ্বিতীয় এলিজাবেথ বৃহস্পতিবার বিকেলে স্কটল্যান্ডের এডিনবরার ব্যালমোরাল দুর্গে মারা যান। তার বয়স হয়েছিলো ৯৬ বছর। 

রানি এলিজাবেথ ১৯৫২ সালে সিংহাসনে আসীন হন এবং তার জীবদ্দশায় তিনি ছিলেন বিরাট সব সামাজিক পরিবর্তনের সাক্ষী। ছিলেন রাজতন্ত্র থেকে রাজপরিবারে রূপান্তরের কারিগর। 

মায়ের মৃত্যুর সময় পাশেই ছিলেন রাজা চার্লস। শুক্রবার স্কটল্যান্ডে ব্যালমোরাল প্রাসাদ থেকে ফিরে এসেই রাজা চার্লস বাকিংহাম প্রাসাদের শোকরত নাগরিকদের সঙ্গে দেখা করেন। 



রানির প্রতি শ্রদ্ধা জানাতে ব্রিটিশ পার্লামেন্টের এক বিশেষ অধিবেশন শুরু হয়েছে। রাজা চার্লস দেখা করেছেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসের সঙ্গে। 

পূর্ব নির্ধারিত না থাকলেও, প্রধানমন্ত্রী ট্রাসের সঙ্গে দেখা করার পর রাজা চার্লস জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়ার কথা রয়েছে। 

Share this news on: