ফাইনালের পোশাকি মহড়ায় পাকিস্তানকে হারাল শ্রীলঙ্কা

এশিয়া কাপে ফাইনাল খেলার টিকিট আগেই নিশ্চিত করেছিল পাকিস্তান ও শ্রীলঙ্কা। ১১ সেপ্টেম্বর সেই ফাইনালের আগে আজ আবারও মুখোমুখি হয় দুই দল, ফলে ম্যাচটা পরিণত হয় সেই ম্যাচের পোশাকি মহড়ায়। সেই মহড়ায় শেষ হাসিটা হেসেছে শ্রীলঙ্কা, পাকিস্তানকে হারিয়েছে ৫ উইকেটে। 

এদিন টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তান ১২১ রান করতেই অলআউট হয়ে যায়। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই লঙ্কান টপ অর্ডারের ২ ব্যাটারকে ফিরিয়ে দেন পাকিস্তানি পেসাররা। 

এরপর ২৯ রানে ৩ উইকেট হারিয়ে বসা শ্রীলঙ্কাকে বিপদ থেকে উদ্ধার করেন পাথুম নিশাঙ্কা এবং ভানুকা রাজাপাকসে। যদিও ২৪ রান করে রাজাপাকসে বিদায় নেন, তবে এক প্রান্ত আগলে রেখে ৫৫ রান করে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন নিশাঙ্কা। শেষ দিকে হাসারাঙ্গার ৩ বলে ১০ রানের ছোট ক্যামিওতে ১৮ বল বাকি থাকতেই জয় তুলে নেয় লঙ্কানরা। 

Share this news on: