সীমান্তে মিয়ানমারের উত্তেজনা এবং বাংলাদেশের নিরাপত্তা নিয়ে কী বলছে শান্তি পরিষদ?

বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের হামলা প্রতিরোধের আহ্বান জানিয়েছে শান্তি পরিষদ। বাংলাদেশ শান্তি পরিষদের উদ্যোগে গতকাল জাতীয় প্রেস ক্লাবে ‘সীমান্তে মিয়ানমার সৃষ্ট উত্তেজনা, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা এবং রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তন প্রসঙ্গ’ শীর্ষক এক সেমিনারে আহ্বান জানান বক্তারা।
সেমিনারে দেশের বিশিষ্ট কূটনীতিক, নিরাপত্তা বিশ্লেষক, বিচারপতি ও রাজনীতিবিদরা আলোচনা করেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোজাফফর হোসেন পল্টু। সেমিনারে সূচনা বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী, বাংলাদেশ শান্তি পরিষদের সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী।
সভায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) শাব্বির আহমদ চৌধুরী, অধ্যাপক মাহফুজা খানম, সিপিবির সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি হারুন-অর-রশীদ, জাসদ সাধারণ সম্পাদক শিরীন আকতার (এমপি), গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা: শাহাদাত হোসেন, সাবেক রাষ্ট্রদূত মমতাজ হোসেন, শান্তি পরিষদের সম্পাদকমণ্ডলীর সদস্য ও ন্যাপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, শান্তি পরিষদের সম্পাদকমণ্ডলীর সদস্য ও ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা মোস্তফা আলমগীর রতন প্রমুখ।

Share this news on:

সর্বশেষ