ইরানের নারী আন্দোলন গড়িয়েছে বাংলাদেশেও

গত ১৬ই সেপ্টেম্বর ইরানের ‘নীতি’ পুলিশের হাতে আটক হওয়ার পর মাসা আমিনি নামের এক তরুণীর মৃত্যু হয়। যথাযথ নিয়ম অনুযায়ী হিজাব পরেননি অভিযোগে তাঁকে আটক করেছিল পুলিশ। তাঁর মৃত্যুর পর ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিক্ষোভে পুলিশের গুলিতে অন্তত ৭৬ জন মানুষের মৃত্যু হয়েছে।

এ ঘটনার পরপরই এ আন্দোলন ছড়িয়ে গেছে বিশ্বের কতটি দেশে। আজ শাহবাগের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে প্রতিবাদ সমাবেশ করে প্রীতিলতা ব্রিগ্রেট নামের একটি সংগঠন। সংগঠনটি নেতাকর্মীরা ইরানের সাথে বাংলাদেশের তুলনা করে বলেন, বাংলাদেশ ও একটি মহল নারীদের ওপর নানা নিয়মকানুন জোরপূর্বক চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাই সবাই মিলে একহয়ে সকল বাঁধা প্রতিহত করার আহ্বান জানান নেতাকর্মীরা। 

Share this news on:

সর্বশেষ