জিনের সরদার গ্রেফতার

নিজেকে জিনের সরদার দাবী করে, জিন-পরীর
ভয় দেখিয়ে, জাদু-টোনা, তাবিজ করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে দীর্ঘদিন থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিলো এক প্রতারক চক্র।কিন্তু শেষ পর্যন্ত কোন জিন,পরী তাকে সহোযোগিতা করেনি। ধরা পরেছেন র‌্যাবের জালে।

র‌্যাব জানায়,প্রতারক হাফেজ মাওলানা মোঃ আতিকুল ইসলাম (৪২) দীর্ঘদিন থেকে বিভিন্ন ভাবে অর্থ হাতিয়ে নিচ্ছিল এমন অভিযোগ আসে র‌্যাবের কাছে।

এরপর রংপুর নগরীর কেরানীপাড়া চৌরাস্তার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছে থাকা ০১ টি ডায়রী যেখানে বিভিন্ন 
মানুষের নামে বান-টোনা করার প্রমান উল্লেখ রয়েছে, এছাড়াও ০১ টি মোবাইল, ০১ টি সিমকার্ড, তাবিজের খোলস ০৫ টি, চাঁদা আদায়ের রশিদ বহি ১৪ টি, কোরআন সদৃশ ছোট বই ০৭ টি উদ্ধার করে র‌্যাব।


র‌্যাব জানায়,নিজেকে সিদরাতুল মুনতাহায় বসে
জিনের সাথে বৈঠক করা, জিনদের তালিম দেওয়া এবং জাদু-টোনার মাধ্যমে অলৌকিক কিছু দেখিয়ে
ভিকটিমদের মনে ভয়ভীতি সৃষ্টি  করে তাদের কাছ টাকা আদায়ের বিষয়টি প্রাথমিক জিজ্ঞেস্যাবাদে সে স্বীকার করেছে।

Share this news on:

সর্বশেষ