রোহিঙ্গা সংকট : চীনের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যস্থতা চান মোমেন

সমগ্র অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধান দরকার। আর এটি সমাধানে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র মধ্যস্থতা কামনা করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

চীনের ৭৩ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (১ অক্টোবর) দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে লেখা এক চিঠিতে রোহিঙ্গা সমস্যা সমাধানে এই ড. মোমেন সহযোগিতা চান।

তিনি বলেন, বাংলাদেশ সরকার চীনের সঙ্গে থাকা চলমান সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। মূল্যবোধ, অভিন্নতা এবং পারস্পরিক শ্রদ্ধার ওপর ভিত্তি করে দুই দেশের মধ্যে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে।

ড. মোমেন বলেন, বাংলাদেশ চীনকে সত্যিকারের বন্ধু এবং বিশ্বস্ত অংশীদার হিসেবে বিবেচনা করে। পারস্পরিক সুবিধার জন্য সহযোগিতার নতুন উপায় নিয়ে কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করতে একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ।

Share this news on:

সর্বশেষ