সেপ্টেম্বরে ৭ মাসে সর্বনিম্ন রেমিট্যান্স

২০২২-২৩ অর্থবছরের তৃতীয় মাস সেপ্টেম্বরে ১৫৪ কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা, যা ৭ মাসের মধ্যে সর্বনিম্ন। প্রতি ডলার ১০৩ টাকা ৫০ পয়সা হিসাবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৬ হাজার কোটি টাকা। রোববার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সবশেষ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বরে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠিয়েছেন ১৫৩ কোটি ৯৫ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের চেয়ে ১৮ কোটি ৭২ লাখ ডলার বা ১০ দশমিক আট চার শতাংশ কম।

Share this news on: