ওয়াশিংটন পোস্টে শেখ হাসিনার প্রশংসা

দারিদ্র বিমোচন, নারীর ক্ষমতায়ন এবং শিক্ষার সম্প্রসারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টা ও সফলতার কথা তুলে ধরা হয়েছে মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্টে।

যুক্তরাষ্ট্র সফরে থাকার সময় নর্দান ভার্জিনিয়ার হোটেল রিটজ-কার্লটনের বলরুমে নেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে কলামিস্ট পেটুলা ডভোরাকরের নিবন্ধনটি সোমবার প্রকাশিত ওয়াশিংটন পোস্টে।

নিবন্ধে আন্তর্জাতিক অঙ্গনে বলিষ্ঠ নেতৃত্বের পাশাপাশি বিশ্বের দরবারে বাংলাদেশকে একটি সম্মানজনক স্থানে নিয়ে আসার জন্য শেখ হাসিনার প্রশংসা করা হয়।

‘দিস প্রাইম মিনিস্টার লাফড এট দ্য মিম্ শি ইন্সপাইয়ার্ড ডিসপাইট বিইং এ ওম্যান’ শিরোনামে প্রকাশিত নিবন্ধটিতে তিনি শুরু করেছেন এভাবে, ‘তিনি তার ছয় বছর বয়সী মেয়েকে উঁচু করে তুলে ধরেছেন, রিটজ কার্লটন হোটেলের বলরুমে কালোরঙের স্যুট পরা পুরষদের ভিড়ে ছোট্ট মেয়েটির গোলাপি পোশাকটি চোখে পড়ছিল।

Share this news on: