ইমরান খানকে এমপি পদে অযোগ্য ঘোষণা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ‘দুর্নীতির’ জন্য দোষী সাব্যস্ত করে তার সংসদ সদস্য (এমপি) পদে অযোগ্য ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন।

শুক্রবারের ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) তাৎক্ষণিকভাবে এই আদেশ প্রত্যাখ্যান করেছে। দলটি বলছে, এই আদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাতে ইসলামাবাদ হাইকোর্টে আপিল করবে তারা। সমর্থকদের রাস্তায় নামতে আহ্বান জানিয়েছে দলটি।

আগস্টে পাকিস্তান মুসলিম নওয়াজ দলের একজন সদস্য ইমরান খানের বিরুদ্ধে মামলাটি করেন। মামলায় অভিযোগ করা হয়, সাবেক এই প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় তোশাখানা থেকে বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের দেওয়া উপহার কিনেছিলেন। কিন্তু নির্বাচন কমিশনে জমা দেওয়া ঘোষণাপত্রে এ সম্পদের তথ্য প্রকাশ করেননি।

Share this news on: