অবশেষে শপথ নিলেন সুলতান মনসুর

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসনে গণফোরাম থেকে নির্বাচিত সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর শপথ নিয়েছেন।

বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার কার্যালয়ে সুলতান মনসুরকে শপথ বাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, মাহবুব আরা বেগম গিনি ও গাজী মোহাম্মদ শাহনেওয়াজ। জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

এর আগে ৩ মার্চ জাতীয় সংসদের স্পিকারের কাছে এক চিঠিতে ৭ মার্চ শপথ গ্রহণের আয়োজন করতে অনুরোধ করেন মৌলভীবাজার-২ থেকে নির্বাচিত গণফোরামের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর।

তবে গণফোরামের অপর সংসদ সদস্য মোকাব্বির খান (সিলেট-২) আজকের শপথ অনুষ্ঠানে যোগ দিবে না বলে দলের পক্ষ থেকে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাখ্যান করায় দলটির এই সংসদ সদস্য শপথ নিবেন না।

 

টাইমস/এইচইউ

Share this news on: