টিসিবির পণ্যের দাবিতে সড়ক অবরোধ

রংপুর নগরীর ২৭ নং ওয়ার্ডে টিসিবির পন্য না পাওয়ায় সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। তাদের অভিযোগ তিনটি ট্রাকে পন্য আসার কথা থাকলেও এসেছে মাত্র দুটি ট্রাক আর টিসিবির তথ্য অনুযায়ী পন্য দেবার কথা ছিল ৩৩১৮ জন মানুষকে। 
কিন্তু সকাল ১১ টার মধ্যেই পন্যবাহী ট্রাক নিয়ে সটকে পরে ডিলার। এদিকে সকাল থেকে দাড়িয়ে থাকার পরেও পন্য না পেয়ে বাড়ি ফিরে গেছেন অনেকেই। 
জানাযায়,২২০০ জন পন্য পেলেও বাকি ৮০০ জন পন্য পায়নি।

এক রিক্সাচালক জানান,সকাল থেকে অপেক্ষা করছি পন্য পাবার জন্য।কার্ডে সই থাকলেও পন্য মেলেনি।সারাদিন রিক্সা না চালিয়ে এখন ভোগান্তিতে পরতে হচ্ছে।

সাবেক কাউন্সিলর আকরাম হোসেন বলেন,জনগণ টাকা দিয়ে পন্য কিনবে কিন্তু এখানে সেই বিষয়টি দেখা যায়নি।আমরা চাই দ্রুত এই কৃত্রিম পন্যের সংকট বন্ধ করা হোক।


Share this news on: