বিতর্কের মুখেও চীন সফরে জার্মানির চ্যান্সেলর

দেশে-বিদেশে তীব্র বিতর্কের মধ্যেই ব্যবসায়িক নেতাদের একটি প্রতিনিধিদল নিয়ে একদিনের চীন সফরে গেছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজ।

শুক্রবার (৪ নভেম্বর) স্থানীয় সময় সকালে ওলাফ শোলজ বেইজিংয়ে পৌঁছান। দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার প্রয়াসে ২০১৯ সালে কোভিড মহামারি শুরুর পর থেকে এশিয়ার দেশ সফরকারী প্রথম জি-৭ নেতা হিসেবে চীন সফরে গেছেন শোলজ।

জার্মান চ্যান্সেলরের এই সফর বেশ কয়েকটি বিতর্কের জন্ম দিয়েছে। এমন এক সময়ে তিনি চীন সফর করছেন, যখন তাইওয়ান ইস্যুতে মানবাধিকার লঙ্ঘন নিয়ে ইউরোপের সঙ্গে বেইজিংয়ের সম্পর্কে টানাপোড়েন চলছে। শোলজের এই সফরটি যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মধ্যে উদ্বেগ বাড়াতে পারে বলেও মনে করা হচ্ছে।

বিশ্লেষকরা মনে করছেন, মূলত রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের জেরে জার্মানিতে সৃষ্ট অর্থনৈতিক টানাপোড়নের মধ্যে ব্যবসায়িক স্বার্থে চ্যান্সেলর শোলজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিচ্ছেন।

Share this news on: