ভিক্টোরিয়া হ্রদে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৯

তাঞ্জানিয়ার ভিক্টোরিয়া হ্রদে যাত্রীবাহী একটি প্লেন বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন।

রোববার (৬ নভেম্বর) দেশটির বুকোবা শহরের একটি বিমানবন্দরে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

স্থানীয় এক কর্মকর্তা জানান, প্রিসিশন এয়ারের ওই ফ্লাইটে ৪৩ জন যাত্রীর মধ্যে ২৬ জনকে এখন পর্যন্ত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

উদ্ধারকর্মী এবং স্থানীয় জেলেরা দুর্ঘটনাস্থলে জীবিতদের সন্ধান করছে।

এর আগে, তানজানিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন চ্যানেল তানজানিয়া ব্রডকাস্টিং করপোরেশনের (টিবিসি) বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, দুর্ঘটনার পর ২০ জনকে উদ্ধার করা হয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে বিমানটি প্রায় পুরোটাই হ্রদের পানিতে ডুবে থাকতে দেখা গেছে। কেবল বিমানটির লেজের অংশ পানির ওপরে ভেসে আছে। চারপাশ ঘিরে রয়েছে উদ্ধারকর্মীরা।

তাঞ্জানিয়ার বেসরকারি প্রিসিশন এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি সবচেয়ে বড় শহর দার এস সালাম থেকে মোয়াঞ্জা শহর হয়ে বাকুবায় যাচ্ছিল। সে সময় বিমানটি ঝড় এবং প্রবল বৃষ্টির মধ্যে পড়ে।

Share this news on: