বুয়েট শিক্ষার্থী হত্যায় অকাট্য প্রমাণ পাওয়া যায়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যায় এখনো অকাট্য কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার সন্ধ্যায় রাজধানীর রাজারবাগে নৌ পুলিশের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের সঙ্গে ডিএমপি কমিশনার আছেন। আমাদের কাছে এখনো অকাট্য এখনো কোনো প্রমাণ আসে নি। আমরা যাই বলি তথ্য ভিত্তিক কথা বলি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখনো আমাদের কাছে প্রমাণসহ কোনো তথ্য আসে নাই। কিন্তু তারপরেও হারুন (ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ) কিছু বলেছে।

মাদকের বিষয়টি বারবার সামনে আসছে কিন্তু পরিবার বলছে তার সঙ্গে মাদকের কোনো সংশ্লিষ্টতা নেই। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এই তথ্য দিচ্ছে। এ বিষয়ে মন্ত্রী বলেন, তার মরদেহের ময়নাতদন্ত হবে। সব কিছু হবে। আর কিছু বলতে পারবো না।

এর আগে, গত ৪ নভেম্বর রাতে রাজধানীর রামপুরা এলাকায় বান্ধবী বুশরাকে বাসায় যাওয়ার জন্য এগিয়ে দেন ফারদিন। এরপর থেকেই নিখোঁজ হন ফারদিন। ৭ নভেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

Share this news on:

সর্বশেষ