গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় সারা বিশ্বেই বিদ্যুৎ-জ্বালানির দাম সমন্বয় করতে হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তবে দেশে গ্রাহক পর্যায়ে এখনই দাম বাড়ছে না বলেও জানান তিনি।

সোমবার (২১ নভেম্বর) সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

নসরুল হামিদ বলেন, বিদ্যুতের দাম বাড়বে কি না, তা নির্ভর করছে মাঠপর্যায়ের তথ্যের ওপর। সবকিছু যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

quiz
নির্বাচনের আগে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়বে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দাম বাড়ানোর কথা তো বলিনি। নির্বাচনের এক বছর নাকি দুই বছর আগে, সেটা বিষয় নয়। সারা বিশ্বেই দাম সমন্বয় করা হচ্ছে।

তিনি আরও বলেন, বিদ্যুতের সরবরাহ মোটামুটি অ্যাডজাস্ট করে ফেলেছি। বিদ্যুৎ উৎপাদন ভালো পরিস্থিতির দিকে যাচ্ছে।

প্রসঙ্গত, সোমবার (২১ নভেম্বর) দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যেই পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। প্রতি ইউনিট ৫ টাকা ১৭ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ২০ পয়সা করা হয়েছে।

দুপুরে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান আবদুল জলিল বলেন, আগামী বিল মাস ডিসেম্বর থেকেই নতুন এই মূল্য কার্যকর হবে।

Share this news on:

সর্বশেষ