ঢাবিতে গাড়িচাপায় নারীর মৃত্যুর ঘটনায় পরিবারের মামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষকের গাড়িচাপায় রুবিনা আক্তার নামের এক নারীর মৃত্যুর ঘটনায় মামলা করা হয়েছে।

শুক্রবার (২ ডিসেম্বর) গভীর রাতে রুবিনা আক্তারের ভাই জাকির হোসেন বাদী হয়ে সড়ক পরিবহন আইনে শাহবাগ থানায় মামলাটি করেছেন।

রুবিনাকে গাড়ির নিচে টেনে নেওয়া গাড়ির চালক ঢাবির সাবেক শিক্ষক মোহাম্মদ আজহার জাফর শাহকে মামলায় আসামি করা হয়েছে।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেপরোয়াভাবে প্রাইভেটকার চালিয়ে রুবিনা আক্তারকে মেরে ফেলার ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাড়ির নিচে আটকে যাওয়া নারীকে টেনে প্রায় এক কিলোমিটার নেওয়া প্রাইভেট কারটি চালাচ্ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আজাহার জাফর শাহ। তখন গাড়িতে তিনি ছাড়া আর কেউ ছিলেন না।
চারুকলা অনুষদের সামনে জাফর শাহের প্রাইভেট কারের ধাক্কায় সামনের মোটরসাইকেল থেকে পড়ে যান ওই নারী।

Share this news on: