ন্যাশনাল ইয়ুথ ক্যারিয়ার কার্নিভাল-২০২২ অনুষ্ঠিত

দেশের সাত শতাধিক তরুণের অংশগ্রহণে ইউনিভার্সিটি অফ স্কলার্স ন্যাশনাল ইয়ুথ ক্যারিয়ার কার্নিভাল-২০২২ পাওয়ার্ড বাই মালেডা গ্রুপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউটের আয়োজনে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে দিনব্যাপী এ কার্নিভাল অনুষ্ঠিত হয়।

আয়োজনটিকে অলংকৃত করতে প্রধান অতিথি হিসেবে ছিলেন সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ-এর নির্বাহী চেয়ারম্যান- নাসরিন আফরোজ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ-এর ম্যানেজিং ডিরেক্টর- ড. বিকর্ণ কুমার ঘোষ এবং বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অ্যাস্পায়ার টু ইনোভেট-এর প্রজেক্ট ডিরেক্টর- ড. দেওয়ান মাহমুদ হুমায়ূন কবির, ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ একাডেমির প্রকল্প পরিচালক মো. আলতাফ হোসেন, বেসিস এর সভাপতি রাসেল টি আহমেদ, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি সৈয়দ আলমাস কবির, বি টু বি এর চেয়ারম্যান আজাদুল হক, বি টু বি এর ভাইস চেয়ারম্যান সাজেদুল চৌধুরী এবং ইয়ুথ ক্যারিয়ার ইন্সটিটিউট এর ভাইস চেয়ারম্যান শামিমা বিনতে জলিল প্রমুখ।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ‘রাইজিং ইয়ুথ অ্যাওয়ার্ড’ বিভিন্ন সেক্টরে অবদানের জন্য দেশের ৪০ জন তরুণ এবং প্রতিষ্ঠানকে ‘রাইজিং ইয়ুথ অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। তিন সদস্যের জুরি বোর্ড হলেন আলমাস কবির, সাবেক সভাপতি, বাংলাদেশ এসোসিয়্যাশন অফ সফ্টওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিস; তৌহিদ হেসেন, সাধারন সম্পাদক, বাংলাদেশ কল সেন্টার এসোসিয়্যাশন; সাফিয়া শামা, যুগ্ন সম্পাদক বাংলাদেশ উইমেন ফেডারেশন; সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর পুরস্কার তুলে দেন ।

ইয়ুথ ক্যারিয়ার ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা আরেফীন দিপু বলেন, ‘দেশের ৬৪ জেলার তরুণদের ই লার্নিং, ডিজিটাল এডুকেশন এবং সামগ্রিক ক্যারিয়ার বিষয়ে গাইডলাইন দিতেই ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউট কর্তৃক এই আয়োজন।’

তিনি জানান, উক্ত অনুষ্ঠানে এক ঝমকালো আয়োজনের মাধ্যমে উদ্বোধিত হলো ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউট-এর ই-লার্নিং প্লাটফর্ম। ১১ জন অভিজ্ঞ মেন্টরদের নিয়ে দেশের যুবসমাজের ক্যারিয়ার নিয়ে কাজ করতে থাকা এই অর্গানাইজেশনটির নবযাত্রা। এই আয়োজনের মাধ্যমে উন্মোচিত হয়েছে ই-লার্নিং প্লাটফর্মটির ওয়েবসাইট ও মোবাইল আ্যাপ, যা দ্বারা খুব সহজেই যেকোনো শিক্ষার্থী অনলাইন কোর্স-এ ভর্তি হয়ে অভিজ্ঞ ও দেশসেরা প্রশিক্ষকদের প্রশিক্ষণে দক্ষতা বিকাশ করতে পারবে। তিনি আরো আশা ব্যক্ত করেন যে, ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউট-এর এই ই-লার্নিং প্লাটফর্মটি দেশের শিক্ষিত বেকারের হার কমিয়ে, একটি দক্ষ ও সৃজনশীল যুবসমাজ তৈরি করতে সক্ষম।

তাছাড়া, দিনব্যাপী এই ক্যারিয়ার কার্নিভালে প্রায় ৩০ জন বক্তা তরুণ-তরুণীদের ক্যারিয়ার নিয়ে অনুপ্রেরণা-মূলক ও দিকনির্দেশনা-মূলক বক্তব্য ও প্রযুক্তি, উদ্যোগ ও শিক্ষামূলক বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।

Share this news on:

সর্বশেষ

img
কানাডায় শিখ নেতা নিজ্জর হত্যার অভিযোগে তিন ভারতীয় গ্রেপ্তার May 04, 2024
img
মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত May 04, 2024
img
তাপপ্রবাহ: আজ বন্ধ থাকবে ২৫ জেলার সব স্কুল-মাদরাসা May 04, 2024
img
ব্রাজিলে ভারী বৃষ্টিতে নিহত ৩৯, নিখোঁজ ৭০ May 04, 2024
img
তানজিদের অভিষেক ফিফটিতে টাইগারদের বড় জয় May 03, 2024
img
শনিবার থেকে ট্রেনে বাড়তি ভাড়া, কোন রুটে কত May 03, 2024
img
আরআরআর'র সভাপতি আনোয়ার হোসেন সম্পাদক তাওহীদুল ইসলাম May 03, 2024
img
মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হলো আসিফের May 03, 2024
img
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা : জয়দেবপুর স্টেশন মাস্টারসহ তিনজন সাময়িক বরখাস্ত May 03, 2024
img
নির্বাচনী আচরণবিধি না মানলে কাউকে ছাড় দেয়া হবে না: ইসি রাশেদা May 03, 2024