সরকারি নীতিমালায় দেশ চলবে না-চেয়ারম্যান আনোয়ার হাওলাদার

সরকারি নীতিমালায় দেশ চলবে না এমন বেফাস মন্তব্য করে সমালোচনার মুখে পরেছেন শরীয়তপুর জেলার পালং থানার আঙ্গারিয়া ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদার। 

অতি দরিদ্র কর্মসংস্থান প্রকল্পে ১৪ জন শ্রমিকের মধ্যে স্থানীয় ইউপি সদস্যের পরিবারেরই ১১ জন। অন্য শ্রমিক দিয়ে চুক্তিভিত্তিক কাজ করিয়ে নিজ পরিবারের সদস্যদের নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য গিয়াস উদ্দিনের বিরুদ্ধে। অনিয়মের বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান আনোয়ার হওলাদার বলেন সরকারি নীতিমালায় দেশ চলবে না।  

পরে তার অনুসারীদের হামলার শিকার হতে হয় প্রথম আলোর শরীয়তপুর প্রতিনিধি সত্যোজিৎ ঘোষ, চ্যানেল ২৪ এর শরীয়তপুর প্রতিনিধি নুরুল আমিন রুবিন,কালের কন্ঠের শরীয়তপুর প্রতিনিধি শাহরিয়ার ইমন সহ ৫ গণমাধ্যম কর্মীদের। লাঞ্চিত করার পাশাপাশি ফেলে দেয়া হয় ক্যামেরা ও মাইক্রোফোন।

প্রকল্পে নীতিমালা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র।

Share this news on: