গোল্ডেন বল মেসির, মার্টিনেজ গোল্ডেন গ্লাভস,এমবাপ্পে জিতেছেন গোল্ডেন বুট

কাতার বিশ্বকাপের সর্বোচ্চ ৮ গোল করে বিশ্বকাপের গোল্ডেন বুট নিজের করে নিলেও গোল্ডেন বল গিয়েছে আর্জেন্টিনাইন সুপারস্টার লিওনেল মেসির হাতে। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে দুটো গোল্ডেন বল জয়ের কীর্তি গড়লেন মেসি। এর আগে ২০১৪ বিশ্বকাপেও গোল্ডেন বল জিতেছেন মেসি।

বিশ্বকাপ গ্রুপপর্ব শেষেই গোল্ডেন বল জেতার লড়াই জমিয়ে তুলেছিলেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। সমানতালে লড়াই করছিলেন দুজনে। কখনো এমবাপ্পে এগিয়ে গেলে কখনো এগিয়ে যাচ্ছিলেন মেসি। ফাইনালের আগে উভয়েরই ছিল ৫টি। তবে এসিস্ট বিবেচনায় এগিয়ে ছিলেন মেসিই। মেসির ৩ এসিস্টের বিপরীতে দুটো এসিস্ট ছিল এমবাপ্পের।

তবে ফাইনালে এসে শেষ মুহূর্তে সব সমীকরণ পাল্টে যায় এমবাপ্পের হ্যাটট্রিকে। তবে জোড়া গোল করে ফের রেসে ফেরেন মেসি। আর দলকে সম্মুখ থেকে নেতৃত্ব দিয়ে শিরোপা জেতানোয় শেষ পর্যন্ত গোল্ডেন বল জিতে নেন বিশ্বের সেরা এই ফুটবলার। ৭ গোলের পাশাপাশি ৩ এসিস্ট করেন তিনি। তবে সর্বোচ্চ ৮ গোল করে গোল্ডেন বুট জিতেছেন এমবাপ্পে।

মেসির পাশাপাশি স্বদেশী ও বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ জিতেন গোল্ডেন গ্লাভস। তার সাথে ফ্রান্সের গোলকিপার লরিস সমানভাবে লড়াই করলেও রোমাঞ্চ ফাইনালে এসে এগিয়ে যান এমিলিয়ানো।

Share this news on: