সুন্দরবনে বাঘ জরিপ শুরু

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবনের বাঘ (রয়েল বেঙ্গল টাইগার) জরিপ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) থেকে খাল সার্ভের মাধ্যমে এ জরিপ শুরু হয়। জরিপের পরবর্তী ধাপ ক্যামেরা ট্রাপিং শুরু হবে ১ জানুয়ারি থেকে। এ তথ্য জানিয়েছেন সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ও প্রকল্পের পরিচালক ড. আবু নাসের মহসিন হোসেন।

টাইগার কনজারভেশন প্রজেক্টের আওতায় অর্থ ছাড় করার পরই জরিপের জন্য চারজন বিশেষজ্ঞ নিয়োগের দরপত্র আহ্বান করা হয়। দরপত্রে ক্যামেরা ট্রাপিং ও খাল সার্ভের জন্য জুনিয়র এবং ডাটা অ্যানালাইসিসের জন্য সিনিয়র বিশেষজ্ঞ পাওয়া গেছে। অপর দুইজনের বিষয়টি এখনও প্রক্রিয়াধীন।

ড. আবু নাসের মহসিন হোসেন ঢাকা ট্রিবিউনকে বলেন, “ক্যামেরা ট্র্যাপিং ও খাল সার্ভের জন্য জুনিয়র বিশেষজ্ঞ এবং ডাটা এনালাইসিসের জন্য সিনিয়র বিশেষজ্ঞ পাওয়া গেছে। এরপর ১৫ ডিসেম্বর থেকে বাঘ জরিপ কাজ শুরু হয়। শুরুতে খাল সার্ভে করা হচ্ছে। ১ জানুয়ারি থেকে ক্যামেরা ট্রাপিং শুরু হবে। সেজন্য পুরনো ক্যামেরা থেকে সচলগুলো প্রস্তুত করা হচ্ছে।”


নতুন আরও ২০০ ক্যামেরা কেনার বিষয়টি এখনও প্রক্রিয়াধীন জানিয়ে তিনি আরও বলেন, “এ জরিপের জন্য চারজন বিশেষজ্ঞ দরকার। তারা হচ্ছেন- ক্যামেরা ট্রাপিং ও খাল সার্ভের জন্য একজন সিনিয়র বিশেষজ্ঞ ও একজন জুনিয়র বিশেষজ্ঞ, ডাটা এনালাইসিসের জন্য সিনিয়র ও জুনিয়র বিশেষজ্ঞ।”

তিনি জানান, ৭ ডিসেম্বর ছিল আবেদনের শেষ দিন। অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করে দুইজন বিশেষজ্ঞ (ক্যামেরা ট্র্যাপিং ও খাল সার্ভে জুনিয়র বিশেষজ্ঞ ও ডাটা অ্যানালাইসিস সিনিয়র বিশেষজ্ঞ) বাছাই করা হয়েছে। তাদের নিয়েই ১৫ ডিসেম্বর খাল সার্ভে শুরু হয়।

Share this news on:

সর্বশেষ

img
যেভাবে মুস্তাফিজ থেকে ‘ফিজ’ নামটা এলো May 19, 2024
img
চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ ফিরে পেলেন জায়েদ খান May 19, 2024
img
মে মাসের ১৭ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার May 19, 2024
img
আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার May 19, 2024
img
ফের বাড়ল স্বর্ণের দাম May 19, 2024
img
মেট্রোরেলে ভ্যাট বসানোর সিদ্ধান্ত ভুল: ওবায়দুল কাদের May 19, 2024
img
কিরগিজস্তানে বাংলাদেশি কোনো শিক্ষার্থী গুরুতর আহত হয়নি : পররাষ্ট্রমন্ত্রী May 19, 2024
img
রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএফের ৩ সদস্য নিহত May 19, 2024
img
মিরপুরে পুলিশ-অটোরিকশা চালকদের সংঘর্ষ May 19, 2024
img
“দেশের জনগণের স্বাস্থ্যসেবায় হোমিওপ্যাথি চিকিৎসাকে আরো ব্যাপকভাবে কাজে লাগানো প্রয়োজন “ - শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল May 19, 2024