ভাইজানকে নিয়ে মাতামাতি, গ্যালাক্সির সামনে লাঠির বাড়ি খেল ভক্তরা

মঙ্গলবার ছিল সালমান খানের ৫৭ বছরের জন্মদিন। প্রিয় মানুষটাকে এক ঝলক দেখতে মুম্বাইয়ের বাড়ির সামনে হাজির হয়েছিল হাজার-হাজার ভক্ত। গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের ব্যালকনি থেকে সকলের উদ্দেশে হাতও নাড়েন সালমান। তবে এরপরেই ঘটে সেই অপ্রিতীকর ঘটনা। যার জেরে লাঠি চার্জ করতে বাধ্য হয় পুলিশ।

মঙ্গলবার সকাল থেকেই গ্যালাক্সির সামনে জড়ো হতে শুরু করে সালমান খানের অনুরাগীরা। দীর্ঘক্ষণ রাস্তায় বসেই তাঁরা প্রতীক্ষা করতে থাকে। আর যেই সালমান বাড়ির ব্যালকনিতে আসেন বাবা সেলিম খানকে পাশে নিয়ে, শুরু হয় উল্লাস। আনন্দে মত্ত জনতাকে সামলানোই মুশকিলের হয়ে পড়েছিল। ধাক্কাধাক্কি লেগে যায় গোটা জায়গায়। তারপর কিছু মানুষের উপর লাঠিচার্জ চকে পুলিশ। একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে পুলিশের মার খাওয়ার ভয়ে কেউ জুতো ফেলে পালাচ্ছে, তো কেউ সঙ্গে নিয়ে আসা জিনিস ফেলে।

পাপারাৎজি অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়ো শেয়ার হতেই মিশ্র প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায়। এক ভক্ত লিখলেন, ‘লাঠি চার্জ একেবারেই ঠিক হয়নি। ভক্তরা না থাকলে এই অভিনেতারা তো রাস্তায় নেমে আসবে।’ আরেকজন লিখলেন, ‘ওর সব ভক্তই কিন্তু মন থেকে আসে। খুব মানে সকলকে সালমানকে।’ তৃতীয়জন লিখলেন, ‘মানুষকে ওদের বেরোজগারির হিসেব করাল মুম্বই পুলিশ।’ চতুর্থজনের কমেন্ট, ‘প্রতিবারই এমন হয়। থিয়েটারে সলমনের ছবি আসলেও এই সবই চোখে পড়ে। সত্যিই সলমনের ভক্তরা সব পাগল।’

ভক্তদের সঙ্গে দেখা করার একটি ছবি সালমান নিজেও শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। যাতে দেখা যাচ্ছে গ্যালাক্সির ব্যালকনিতে বাবা সেলিমকে পাশে নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। পরে আছেন গ্রে রঙের টিশার্ট। আর বাবা সেলিমের পরণে নীল চেকড শার্ট। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘Thank you all...’

সোমবার রাতে সলমনের জন্য পার্টি দিয়েছিলেন বোন অর্পিতা খান ও তাঁর বর আয়ুশ শর্মা। হাজির ছিলেন টাবু, প্রীতি জিন্টা, শাহরুখ খান, রীতেশ ও জেনেলিয়া দেশমুখ, কার্তিক আরিয়ান, পূজা হেগড়ে, সুনীল শেট্টি, সঙ্গীতা বিজলানি, সোনাক্ষি সিনহারা।

Share this news on:

সর্বশেষ

img
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত May 06, 2024
img
মিল্টনের আশ্রমে থাকা শিশু-বৃদ্ধদের দায়িত্ব নিচ্ছে শামসুল হক ফাউন্ডেশন May 06, 2024
img
১৪ দিনে হিটস্ট্রোকে মৃত্যু ১৫ জনের : স্বাস্থ্য অধিদপ্তর May 06, 2024
img
সম্পদ অর্জনে এমপিদের চেয়ে চেয়ারম্যানরা এগিয়ে, টিআইবির বিশ্লেষণ May 06, 2024
img
হিলি স্থলবন্দর দিয়ে ১০ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি May 06, 2024
img
রাজধানীর যেসব স্থানে বসবে কোরবানির পশুর হাট May 06, 2024
img
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, ধোঁয়া দেখলেই পানি স্প্রে May 06, 2024
img
দুপুরের মধ্যে ৮০ কিমি. বেগে বৃষ্টির আভাস, নৌ বন্দরে ২ নম্বর সংকেত May 06, 2024
img
হামাসের হামলায় ইসরায়েলের ৩ সেনা নিহত, বন্ধ কেরাম শালোম ক্রসিং May 06, 2024
img
পাঁচ দিনের সফরে ঢাকায় আইওএম'র মহাপরিচালক May 06, 2024