কাবুল সামরিক বিমানবন্দরে বিস্ফোরণ : বহু হতাহত

আফগানিস্তানের রাজধানী কাবুল বিমানবন্দরের পাশে রবিবার (১ ডিসেম্বর) শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলছে, এ ঘটনায় অন্তত ১০ জন নিহত হন। যদিও বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি তালেবান সরকার।

তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি তাকোর রয়টার্সকে বলেন, আজ রবিবার সকালে কাবুলের সামরিক বিমানবন্দরের পাশে বিস্ফোরণ হয়েছে। এতে আমাদের বেশ কয়েকজন নাগরিক নিহত হয়েছেন। আমরা তদন্ত শুরু করেছি।

কীভবে ঘটেছে এবং কারা জড়িত তা জানাননি তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানা গেছে, সকাল ৮টার দিকে বিকট বিস্ফোরণের শব্দ পান স্থানীয়রা। এতে আশপাশ কেঁপে ওঠে। তাৎক্ষণিকভাবে ওই এলাকায় যান চলাচল বন্ধ করে তল্লাশি শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

২০২১ সালের আগস্টে আশরাফ গণির সরকারকে সরিয়ে ক্ষমতা দখলে নেয় সশস্ত্র গোষ্ঠী তালেবান। গঠন করে মন্ত্রিসভা। যদিও এই সরকারকে স্বীকৃতি দেয়নি বিশ্ব।

Share this news on: