রফতানি আয়ে ডলারের দাম বেড়ে ১০২ টাকা

বৈশ্বিক মন্দার আঘাত দেশে দিনে দিনে ডলারের সংকট বেড়েই চলেছে। ডলারের সংকট নিরসনে রফতানি আয়ের ক্ষেত্রে ডলারের দাম আরও ১ টাকা বাড়িয়েছে ব্যাংকগুলো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রফতানি আয়ে ডলারের দাম বেড়ে ১০২ টাকা।

১ জানুয়ারি (রোববার) ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) শীর্ষ নেতারা মিলে এই দর নির্ধারণ করেছেন।

এবিষয়ে এবিবির চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সেলিম আর এফ হোসেন বলেন, রেমিট্যান্স ও রফতানি আয়ের মধ্যে যে পার্থক্য রয়েছে, তা কাছাকাছি নিয়ে আসা হবে। ফলে নতুন করে আরও এক টাকা বাড়ানো হয়েছে। এখন থেকে রফতানি আয় ব্যাংকগুলো সংগ্রহ করবে ১০২ টাকা করে।

রফতানি আয় বাড়ানো হলেও প্রবাসী আয়ে ডলারের দাম আগের মতো ১০৭ টাকা রয়েছে।

ডলারের সংকট প্রকট হলে বাংলাদেশ ব্যাংক ডলারের দাম নির্ধারণের দায়িত্ব থেকে সরে দাঁড়ায়। এই দায়িত্ব দেওয়া হয় ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন এবিবি ও বাফেদার ওপর। এরপর দুই সংগঠনের নেতারা বিভিন্ন লেনদেনে ডলারের সর্বোচ্চ দাম নির্ধারণ শুরু করেন।

Share this news on: