শিশুকে অপহরণের পর মুক্তিপন দাবি,গ্রেফতার -০১



রংপুরের গনেশপুর এলাকায় স্কুল পড়ুয়া এক শিশুকে অপহরণের পর মুক্তিপন চেয়ে ভুক্তভুগীর বাবার মুঠোফোনে কল করে অপহরণকারী।


এরপর মুক্তিপনের জন্য পাঁচ লাখ টাকা দাবি করা হয় বলে জানিয়েছে ভুক্তভোগীর পরিবার।
এঘটনায় রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় একটি অভিযোগ করে ভুক্তভোগীর বাবা খায়রুল আলম। 

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানাযায়,গত ১৫ জানুয়ারী সকাল ১১টা থেকে নিখোঁজ ছিল ওই স্কুল পড়ুয়া শিক্ষার্থী। 

পরে মেট্রোপলিটন পুলিশের একটি দল অপহরণ কারী রেজওয়ানের দেয়া তথ্যের ভিত্তিতে ভিকটিমকে তার বাসা টার্মিনালের মাষ্টারপাড়া থেকে উদ্ধার করে। 

 প্রাথমিক জিজ্ঞেস্যাবাদে গ্রেফতার রেজওয়ান অপহরণ ও মুক্তিপন দাবির কথাটি স্বীকার করেছে বলে জানায় পুলিশ।  

পরে তার বিরুদ্ধে একটি অপহরণের মামলা দায়ের করে ভুক্তভোগীর পরিবার।

Share this news on:

সর্বশেষ