বাংলাদেশের নির্বাচন নিয়ে ইইউর কোনো সুপারিশ নেই : চার্লস হোয়াইটলি

বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোনো সুপারিশ নেই বলে জানিয়েছেন সংস্থাটির হেড অব ডেলিগেশন চার্লস হোয়াইটলি।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।


চার্লস হোয়াইটলি বলেন, নির্বাচন নিয়ে কমিশনের সঙ্গে ব্যাপক আলোচনা হয়েছে। বিশেষ করে নির্বাচন অনুষ্ঠানে ইসির প্রস্তুতির বিষয়টি নিয়ে। সবাই একটি অংশগ্রহণমূলক নির্বাচন চায়। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন চায়। তাই আমরা ইসির কাছে কোনো সুপারিশ করিনি। তারা তাদের কাজ করবে।

তিনি বলেন, বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক পাঠাতে চায়। নির্বাচন কমিশন বিষয়টি ইতিবাচকভাবে দেখছে। আমরা মনে করি নির্বাচন কমিশনের কাজ এবং অগ্রগতিতে প্রযুক্তিগত এবং পরিচালনা-সংক্রান্ত বিষয় নিয়ে আরও আলোচনার সুযোগ রয়েছে।

Share this news on:

সর্বশেষ