নোরার বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য দিলেন সুকেশ

বলিউডে ২০০ কোটি রুপির আর্থিক কেলেঙ্কারির মামলায় জ্যাকুলিনের সঙ্গে জড়িয়েছে নোরা ফাতেহির নামও। রীতিমতো দুই নায়িকার মধ্যে এ নিয়ে তৈরি হয়েছে দ্বন্দ্ব। কারণ দুজনের সঙ্গেই বেশ সখ্যতা ছিল সুকেশ চন্দ্র শেখরের। তবে এতদিন মুখে কুলুপ আঁটলেও সম্প্রতি মুখ খুলেছেন তিনি।

বর্তমানে আর্থিক কেলেঙ্কারির মামলায় জেলে রয়েছেন সুকেশ। সেখান থেকেই লেখা এক চিঠিতে এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তিনি।

সুকেশ ওই চিঠিতে লিখেছেন, জ্যাকুলিন আমার কাছে কখনও কিছু চায়নি, যা দিয়েছি ওকে ভালোবেসে আমিই সব দিয়েছি। আর ২০০ কোটি টাকার আর্থিক তছরুপ সম্পর্কে কিছুই জানত না ও।

তবে কিছুদিন আগে জ্যাকুলিনের বিরুদ্ধে নোরা যে সম্মানহানি ও অভিনেত্রীর কেরিয়ার শেষ করে দেওয়ার জন্যই এই মামলায় তার নাম জড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা। সেই সঙ্গে ইডির কাছে নোরা যে স্টেটমেন্ট দিয়েছিলেন সেই দুটি আলাদা। এর পেছনে অবশ্যই নোরার কোনো খারাপ উদ্দেশ্য রয়েছে, তাই সে পুরো বিষয়টি ম্যানিপুলেট করতে চাইছেন তিনি।

সুকেশ আরও জানান, নোরা জ্যাকুলিনকে অনেক হিংসা করতেন। তিনি সবসময় জ্যাকুলিনের বিরুদ্ধে আমার ব্রেনওয়াশ করার চেষ্টা করতেন। জ্যাকুলিনের সঙ্গে সম্পর্ক ভেঙে তার সঙ্গে থাকার কথা বলতেন নোরা।

তিনি লেখেন, নোরা নিজের গাড়িটি পরিবর্তন করার জন্য অনেক মরিয়া হয়ে উঠেছিলেন। আমিই ওকে গাড়ি কিনে দিয়েছি। ইতোমধ্যে সেই চ্যাটের সব স্ক্রিনশট আমি ইডিকে প্রমাণ হিসাবে পাঠিয়েছি। ওকে রেঞ্জ রোভার কিনে দেওয়ার কথা থাকলেও পরে বিএমডাব্লিউ ফাইভ সিরিজ কিনে দেওয়া হয়। কারণ ওর তখন খুব তাড়া ছিল গাড়ির। তবে ওই গাড়িটি নিজের নামে না নিয়ে ওর বন্ধুর বর ববি খানের নামে রেজিস্টার করেন নোরা।

সুকেশের দাবি করছেন, তিনি কখনও প্রফেশনাল লেনদেন করেননি নোরার সঙ্গে। শুধু একটি ইভেন্টের জন্য অভিনেত্রীকে একবার অফিসিয়াল পেমেন্ট দেওয়া হয়েছিল। জ্যাকুলিনের সঙ্গে আমার সম্পর্ক থাকায় আমি সবসময় নোরাকে এড়িয়ে চলতাম। এমনকি ববির মিউজিক কোম্পানি তৈরিতেও আমার কাছে সাহায্য চেয়েছিল নোরা। আমি টাকাও দিয়েছিলাম। এ ছাড়াও নোরা বিভিন্ন সময়ে যা চেয়েছে, সবই কিনে দিয়েছি আমি।

Share this news on:

সর্বশেষ

img
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক দেখে বিএনপির মাথা খারাপ: পররাষ্ট্রমন্ত্রী May 18, 2024
img
কেন্দ্র দখলতো দূরের কথা, একটি জাল ভোট পড়লেও কেন্দ্র বন্ধ : ইসি হাবিব May 18, 2024
img
আবারও বাড়লো স্বর্ণের দাম May 18, 2024
img
ইন্টারনেট ব্যবহারে এশিয়ায় বেশি পিছিয়ে বাংলাদেশের নারীরা May 18, 2024
img
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে বাধা নেই : খুরশিদ আলম May 18, 2024
img
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা কেন ঢুকবেন, প্রশ্ন ওবায়দুল কাদেরের May 18, 2024
img
দুই জেলায় বজ্রপাতে ৫ জনের মৃত্যু May 18, 2024
img
স্বাধীনতাবিরোধীরা সুযোগ পেলেই ছোবল মারতে চায় : রাষ্ট্রপতি May 18, 2024
img
সরকারের ধারাবাহিকতার কারণে এত উন্নয়ন সম্ভব হয়েছে : কাদের May 18, 2024
img
যুক্তরাষ্ট্রে প্রবল ঝড়ে সাতজনের প্রাণহানি May 18, 2024