রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ২৪ ঘণ্টা লাগবে, দাবি ট্রাম্পের

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে মাত্র ২৪ ঘণ্টা লাগবে বলে দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (২৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এমন দাবি করেন তিনি।

ট্রাম্প বলেন, আমি যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে থাকতাম, তাহলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কখনই হত না। তবে, এখনও প্রেসিডেন্ট পদে বসতে পারলে ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধ থামিয়ে দিতাম।

এর আগে, বৃহস্পতিবার বাইডেনের উদ্দেশে ট্রাম্প বলেছিলেন, একবার যুদ্ধের জন্য ইউক্রেনকে ট্যাংক দিচ্ছে যুক্তরাষ্ট্র, এরপর তো পরমাণু অস্ত্রও দেবে। সময় নষ্ট না করে এই যুদ্ধ থামান।

উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন গত বছরের ২৪ ফেব্রুয়ারি সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধে এখন পর্যন্ত দুই পক্ষের বহু হতাহত হয়েছে।

Share this news on: